বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সোনার মজুদ নজিরবিহীনভাবে বেড়েছে

পোস্ট হয়েছে: মে ৬, ২০২৪ 

news-image

ইরানের সোনার মজুদ গত বছর অভূতপূর্বভাবে বেড়েছে। বিশেষ করে গত তিন মাসে দেশটির স্বর্ণের রিজাভ বেড়েছে। আল মায়াদিন নির্ভরযোগ্য বিদেশি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে।

সোমবার লেবানন ভিত্তিক টিভি চ্যানেলটি বলেছে, ইরানের স্বর্ণ এবং মূল্যবান ধাতুর মজুদ গত কয়েক মাস ধরে বাড়ছে। ফলে আমদানির উপর দেশটির মধ্য-মেয়াদী নির্ভরতার একটি বড় অংশের মজুদ হয়েছে।

ওই প্রতিবেদনে অবশ্য বলা হয়, ইরানের প্রধান কার্ড হল কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি সম্পদের ঝুড়ির পরিবর্তন।

উল্লেখ্য, নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলি আর্থিক নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে তাদের সম্পদকে সোনা বা অন্যান্য মূল্যবান ধাতুতে পরিবর্তন করে থাকে।

আর নিঃসন্দেহে, ইরান দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে বৈদেশিক বাণিজ্যের আর্থিক নিষ্পত্তির জন্য একটি নিরাপদ পথ তৈরি করতে চাইছে। সূত্র- তেহরান টাইমস