বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সামুদ্রিক খাদ্য রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২২ 

news-image
চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরান থেকে ১৭২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৮৮ হাজার টনের বেশি সামুদ্রিক খাবার রপ্তানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। খবর ইলনার।
ইরানের সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক ইউনিয়নের প্রধান আলী আকবর খোদাই জানান, চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ইরান থেকে ১৭২ মিলিয়ন ডলার মূল্যের ৮৮ হাজার টনের বেশি সামুদ্রিক খাবার রপ্তানি করা হয়েছে। ওজন এবং মূল্যের তুলনায় আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ১৫ শতাংশ এবং ৬০ শতাংশ।তিনি আরও জানান, এই বছর এ পর্যন্ত আমরা ৫৭টি দেশে সামুদ্রিক খাবার রপ্তানি করেছি। ইরানের সামুদ্রিক খাদ্য শিল্পে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে। সূত্র: মেহর নিউজ।