রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের সব্জি ও ফল রফতানি বৃদ্ধি

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০১৬ 

news-image
ইরানে সব্জি ও ফল রফতানি বৃদ্ধি পেয়েছে। চলতি ফারসি বছরের প্রথম সাত মাসে দেশটি ৩ লাখ ২৭ হাজার টন সব্জি রফতানি করেছে যার আর্থিক মূল্য হচ্ছে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির কৃষিমন্ত্রী মোহাম্মদ আলী তাহমাসেবি এ তথ্য জানিয়েছেন। আপেল ও পেস্তা বাদাম এ রফতানির শীর্ষে রয়েছে।
 
তেহরানে গোফতেগো পার্কে আয়োজিত আন্তর্জাতিক সব্জি ও ফল মেলায় ১৬টি দেশ অংশ নিচ্ছে। মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের কৃষিমন্ত্রী বলেনহর্টিকালচারগ্রিনহাউস ও এর সহায়ক শিল্প প্রসারে ইরানের সরকার বিশেষ নজর দিচ্ছে। চারদিনের ওই আন্তর্জাতিক মেলায় ১৬টি দেশের উৎপাদিত সব্জি ও ফল প্রদর্শিত হচ্ছে। এ মেলার আয়োজন করেছে মিলাদ-ই-নুর এক্সিবিশন কোম্পানি।
 
এ মেলা সব্জি ও ফল উৎপাদকরফতানিকারক ও এর সহায়ক খাতে বিভিন্ন শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন