সোমবার, ১৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানির ৮শ মিলিয়ন ডলারের রপ্তানি

পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২০ 

news-image

গত ফারসি বছর ইরানের ৪শ বিজ্ঞানভিত্তিক কোম্পানি মোট ৮শ মিলিয়ন মার্কিন ডলারের অধিক মূল্যের পণ্যসামগ্রী রপ্তানি করতে সক্ষম হয়েছে। দেশটির শুল্ক প্রশাসন এই তথ্য জানিয়েছে।

ইরানের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন দপ্তরের মহাপরিচালক রুহোল্লাহ এসতিরি ঘোষণা দেন, গত ইরানি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ৪শ বিজ্ঞানভিত্তিক কোম্পানি ৮শ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

বিজ্ঞানভিত্তিক কোম্পানির রপ্তানিকৃত পণ্যসামগ্রী কন্টেন্ট উৎপাদন, অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়ার ডেভেলপমেন্ট খাতের। সেই সাথে এতে আইটি খাতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণাও অন্তর্ভুক্ত রয়েছে।

এসতিরি জানান, ইরানের ৫ হাজার বিজ্ঞানভিত্তিক কোম্পানির মধ্যে দেড় হাজার কোম্পানি হচ্ছে তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।