বৃহস্পতিবার, ৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানি বিমান বাহিনীর মহড়া সম্পূর্ণ সফল হয়েছে: কমান্ডার

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০১৯ 

news-image

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি যে মহড়া চালিয়েছে তা সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে। মহড়ার সময় সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুর কল্পিত প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হন।

শুক্রবার মহড়ার অবকাশে জেনারেল সাবাহি ফার্দ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, শত্রুরা যদি ইরানের ওপরে কোনোরকম হামলার চিন্তা করে তাহলে তাদেরকে চরমভাবে অনুতপ্ত হতে হবে।

ইরানের এ কমান্ডার বলেন, “মহড়া আমরা যেভাবে সফলতার সঙ্গে শেষ করেছি এবং মহড়ার প্রতিটি লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে সেক্ষেত্রে একথা বলা যায় যে, শত্রুরা যদি ইরানের ওপরে কোনো ধরনের হামলা চালানোর স্বপ্ন দেখে তাহলে তাদেরকে দারুণভাবে অনুতপ্ত হতে হবে।”

সাবাহি ফার্দ বলেন, শত্রুরা ইরানের আকাশে প্রবেশ করতে চাইলে হয়ত পারবে কিন্তু তারা এখান থেকে তাদের ইচ্ছামতো ফিরে যেতে পারবে না। পার্সটুডে।