রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইউরোপের দুই উৎসবে অ্যাওয়ার্ড জিতল ইরানি ছবি ‘ফানফেয়ার’

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯ 

news-image

ইউরোপের দুই চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতেছে ইরান ও কানাডার যৌথ প্রযোজনার ছবি ‘ফানফেয়ার’। ইরানি নির্মাতা কাভেহ মাজাহেরির স্বল্পদৈর্ঘ্যটি ফ্রান্সের কোর্ট এন স্কিন ফিল্ম ফেস্টিভাল এবং যুক্তরাজ্যের উইনচেস্টার ফিল্ম ফেস্টিভালে ওই দুই পুরস্কার লাভ করে।
 
‘ফানফেয়ার’র গল্প এগিয়ে গেছে একটি পরিবারকে নিয়ে। যে পরিবারের সদস্যরা চরম দৈন্যদশার জীবন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে অধিক অর্থ উপার্জন করতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেয়।

স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রটি ফ্রান্সের কোর্ট এন স্কিন ফিল্ম ফেস্টিভালে সেরা চিত্রনাট্য বিভাগে স্পেশাল মেনশন লাভ করে। আর যুক্তরাজ্যের উইনচেস্টার ফিল্ম ফেস্টিভালের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন লাভ করে।

মাজাহেরির সফল এই চলচ্চিত্রটি সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ডের ডেরিতে অনুষ্ঠিত অস্কার-কোয়ালিফায়িং চলচ্চিত্র উৎসব ৩২তম ফয়লে ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করে। ফলে ছবিটির আসন্ন ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।