রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

আল-আকসা মসজিদ নিয়ে অবস্থান গ্রহণ করুন: হজযাত্রীদের প্রতি সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পবিত্র হজের সময় মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তিনি পরামর্শ দিয়ে বলেন,  মুসলমানরা এ ইস্যুতে এবারের হজের সময় ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেন।

রাজধানী তেহরানে ইরানের হজ সংস্থার কর্মকর্তাদের দেয়া সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা রোববার বলেন, “ইহুদিবাদীরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং তারা আল-আকসার অধিকারীদেরকে সেখানে প্রবেশে রুঢ় ব্যবহারের মাধ্যমে বাধা দিচ্ছে।”

সর্বোচ্চ নেতা প্রশ্ন রাখেন, আল-আকসা ইস্যু নিয়ে কথা বলার জন্য মুসলিম উম্মাহ হজের চেয়ে ভালো আর কোন জায়গা পাবে? তিনি বলেন, হজই হচ্ছে সবচেয়ে ভালো স্থান।

হজ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, হজযাত্রীদেরকে ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং কারো এমন কিছু করা উচিত হবে না যাতে অনৈক্য বা গোলযোগ সৃষ্টি হয়। এছাড়া, হজযাত্রীদেরকে পবিত্র মক্কায় মসজিদুল হারাম ও মদীনায় মজসিদে নববীতে জামায়াতে নামায আদায় করার পরামর্শ দেন। – পার্সটুডে।