রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক ব্রেইন বি প্রতিযোগিতায় তৃতীয় ইরানি ছাত্রী

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ 

news-image

ইন্টারন্যাশনাল ব্রেইন বি (আইবিবি) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ইরানি ছাত্রী কিমিয়া আহমাদি। ১৭ বছর বয়সী ইরানি এই শিক্ষার্থী ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভারচুয়ালি অনুষ্ঠিত আইবিবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (এপিএ) ওয়াশিংটন, ডিসি-তে এই বছরের হোস্ট কনফারেন্সের বার্ষিক কনভেনশনের সাথে একযোগে অনুষ্ঠিত হয়।

২৫তম আন্তর্জাতিক ব্রেইন বি বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী হয়েছেন হংকংয়ের ১৬ বছর বয়সী ছাত্র চুন হেই তাই। দ্বিতীয় হয়েছেন নিউজিল্যান্ডের স্ট্যানলি ঝাং এবং তৃতীয় হয়েছেন ইরানের কিমিয়া আহমাদি।

সারা বিশ্ব থেকে মোট ৩১টি জাতীয় দল ব্রেইন বি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।