শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে ইরান ও জার্মানি

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৬ 

news-image

ইরান ও জার্মানি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান তোরাজ মোহাম্মদী এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি জার্মানির এক বাণিজ্য প্রতিনিধিদল ইরান সফরে আসলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তোরাজ মোহাম্মদী জানান, ইরানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক রয়েছে। তবে জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে দেশ দুটির মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতায় নতুন দিগন্তের সূচনা।

মোহাম্মদী আরো জানান, নতুন এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের যে কোনো দেশের ছাত্র অধ্যয়ন করার সুযোগ পাবে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে যৌথ উদ্যোগে আরো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করছে তেহরান।

সূত্র: প্রেস টিভি