রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় রানার্স-আপ ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২০ 

news-image

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২৭তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (আইএমসি ২০২০) দ্বিতীয় স্থান দখল করেছে ইরানি শিক্ষার্থীরা। ভারচুয়ালি অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ইরানের তাবরিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয় করে। গত ২৫ থেকে ৩০ জুলাই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

তাবরিজ বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের গণিত দলে রয়েছেন পরিসংখ্যানের ছাত্র আরমান শিরদেল ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ইরফান মাসুমি। তারা যথাক্রমে একটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয় করে আইএমসিতে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৪৬জন শিক্ষার্থী ৯৬টি দলে অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।