রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ট্রিয়ান উৎসবে দেখানো হবে ইরানি ডকুমেন্টারি

পোস্ট হয়েছে: মে ২, ২০২৩ 

news-image

মেহেদি জামানপুর কিয়াসরি পরিচালিত ইরানি ডকুমেন্টারি ‘ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড’ এথনোসিনেকা- ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ভিয়েনায় অংশ নেবে।

২৫ মিনিটের ডকুমেন্টারিটি তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। ‘আবোলফজল’ এবং ‘সেতায়েশ’ নামের দুই শিশুর জীবনের একটি সূক্ষ্ম আখ্যান নিয়ে তৈরি করা। তারা একটি ভিন্ন জীবন অনুভব করে।

ডকুমেন্টারিটি এর আগে জাগ্রেবডক্সের ১৮তম আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল এবং গ্রিসের থেসালোনিকি ডকুমেন্টারি ফেস্টিভালের ২৪তম পর্বে, স্পেনের ১৫তম মিরাডাসডক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পোল্যান্ডে ১৯তম মিলিয়াম চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ স্ক্রীনিং বিভাগে দেখানো হয়।

ডকুমেন্টারি সিনেমা এবং এথনোগ্রাফিক ফিল্মের জন্য অস্ট্রিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব
এথনোসিনেকা- ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ভিয়েনায় ৪ থেকে ১১ মে অনুষ্ঠিত হবে।

সূত্র: মেহর নিউজ।